
জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে খুলনার কয়রা উপজেলায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ সভায় সার্বিক সহযোগিতা প্রদান করে।
সভায় পুষ্টি সংক্রান্ত মাল্টি-সেক্টরাল অ্যাকশন প্ল্যান (এমএসপি) এবং সংশ্লিষ্ট প্রকল্পের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন গেইন বাংলাদেশের ড. মো. মনির উদ্দিন। তিনি খাদ্য ও পুষ্টির চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় এবং অংশীদারিত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা পুষ্টির মানোন্নয়ন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস প্রচার এবং অপুষ্টিজনিত সমস্যা সমাধানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. রেজাউল করিম, সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, অতিরিক্ত কৃষি অফিসার তরুণ রায়, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. শুভ্রমনিয়াম, উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. শুভ বিশ্বাস, উপজেলা সমাজসেবা অফিসার মো. আবুল কালাম আজাদ এবং মহিলা বিষয়ক অফিসার মো. মনিরুজ্জামান।
এছাড়া সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার ভূদার চন্দ সানা, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ওলিউল্লাহ, কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, উত্তরণের প্রকল্প ব্যবস্থাপক মো. মোক্তার হোসেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. ইকবাল হোসেন, ইউপি সদস্য আবু হাসান, শেখ আবুল কালাম, মো. দিদারুল ইসলাম এবং এনজিও প্রতিনিধি জাহিদুল হাসান প্রমুখ এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত থেকে নিজেদের মতামত ও পরামর্শ দেন।
উপস্থিত বক্তারা পুষ্টি কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে স্বাস্থ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের যৌথ কাজের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। ইউএনও তাঁর সমাপনী বক্তব্যে এই কার্যক্রমের সফল বাস্তবায়নে সকল দপ্তরের সক্রিয় সহযোগিতা কামনা করেন।