
মোঃ আব্দুস ছালাম, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ডিবি পুলিশের পরিচয়ে চাঁদাবাজি করার সময় দুজনকে আটক করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।
বুধবার (২৩ অক্টোবর) রাতে কিশোরগঞ্জ উপজেলার পুটিমারি ইউনিয়নের চৌধুরী বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃত ব্যাক্তিরা হলেন নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর এলাকার দুলাল মিয়ার ছেলে আল হেদায়েতুল্লাহ সুজন (৩২) এবং বেলাডাঙ্গা এলাকার সুরত আলীর ছেলে নুর আলম (২৮) ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তোহা ইসলাম নামের এক যুবক চৌধুরী বাজার এলাকার দিকে যাচ্ছিলেন। পথে আল হেদায়েতুল্লাহ সুজন ও নুর আলম নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে ফাঁকা স্থানে নিয়ে তল্লাশি শুরু করেন। এসময় তারা তোহার কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
তোহা চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসেন। তাদের আচরণে সন্দেহ হলে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে কিশোরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে।
কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল কুদ্দুস বলেন, দুই ব্যক্তি ভুয়া ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় স্থানীদের সহযোগিতায় তাদের আটক করা হয়েছে।
এ ঘটনায় মামলা হয়েছে এবং বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।