
জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় সুপেয় পানীয় জলের তীব্র সংকটের স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে কয়রা উপজেলা পরিষদের সামনে ‘কয়রা উপজেলা পানি কমিটি’র উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
জলবায়ু পরিবর্তন ও উপকূলীয় নদীগুলিতে লবণাক্ততা বৃদ্ধির কারণে স্থানীয়রা দীর্ঘদিন ধরে পানীয় জলের চরম সংকটে ভুগছেন। এই মৌলিক সমস্যা সমাধানে সরকারি হস্তক্ষেপের দাবিতেই আজকের এই আয়োজন।
দাতা সংস্থা হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশ-এর সহযোগিতায় এবং উত্তরণের ‘এক্সসেস’ প্রকল্পের বাস্তবায়নে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা পানি কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দীন।
পানি কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, লবণাক্ত জলের কারণে উপকূলের জনস্বাস্থ্য চরম ঝুঁকিতে। নারীরা দূর-দূরান্ত থেকে পানীয় জল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন, যা তাদের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলেছে।
বক্তব্য রাখেন কয়রা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইয়াছিন আলী, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি এস এম মিজানুর রহমান, জামায়াত নেতা মিজানুর রহমান, সাংবাদিক কামাল হোসেন,ডি এম জাহিদুল ইসলাম , পানি কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন, ডাক্তার নুর ইসলাম খোকন এবং ইউপি সদস্য আবু হাসান প্রমুখ।
বক্তারা রেইন ওয়াটার হার্ভেস্টিং, পুকুর সংস্কার ও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে দ্রুত সুপেয় জলের ব্যবস্থা করার জোর দাবি জানান।
মানববন্ধন শেষে, সুপেয় জলের অধিকার নিশ্চিতের দাবিতে কয়রা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। উত্তরণের এক্সসেস প্রকল্পের ফয়সাল মন্ডল, মেহেদী হাসান টিটু ও আরাফাত রহমান কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন।