
আনোয়ার হোসেন, যশোর প্রতিনিধিঃ যশোরে সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর সংস্থাসমূহে সেবার মান বৃদ্ধি, সেবা গ্রহিতাদের হয়রানী রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের ১৮৭তম গণশুনানি শুরু হয়েছে।

রোববার (২৬শে অক্টোবর) সকাল ১০টা থেকে এই গণশুনানি শুরু হয়েছে।
এই গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজি।
এই গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিস সমহে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার এবং সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ যশোর জেলার সব সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরছেন। একইসঙ্গে সেবা বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিত করণ এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সততা, নিষ্ঠার সাথে, জবাবদিহিতা ও মূল্যাবোধ বৃদ্ধির মাধ্যমে এ দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই এই গণশুনানির দুদকের ১৮৭তম মূল লক্ষ্য।