
জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ সুন্দরবনের খুলনা রেঞ্জের আওতাধীন হায়াতখালী বন টহল ফাঁড়ির কর্মীরা এক বিশেষ অভিযান চালিয়ে ৩০০ (তিন শত) পিসেরও বেশি হরিণ ধরার ফাঁদসহ একটি নৌকা আটক করেছে।

জানা যায়, গত বুধবার (১৩ নভেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে সুন্দরবনের গুরুত্বপূর্ণ এলাকা ছোট কালিরখাল এলাকায় এই অভিযান চালানো হয়। বন্যপ্রাণী শিকারিদের অপতৎপরতা রুখতে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ৈর নেতৃত্বে এই টহল দল দ্রুত ও সফলতার সঙ্গে ফাঁদ ও নৌকাটি জব্দ করতে সক্ষম হয়।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান এই প্রসঙ্গে কঠোর বার্তা দিয়ে জানিয়েছেন, বন্যপ্রাণী নিধন আইনে ইতিমধ্যেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও নিশ্চিত করেন, এই অবৈধ কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিএফও এজেডএম হাছানুর রহমান বলেন, “সুন্দরবনের বনজ সম্পদ ও বন্যপ্রাণী সুরক্ষায় বন বিভাগ বদ্ধপরিকর। যারা এই পরিবেশের ভারসাম্য নষ্ট করার চেষ্টা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহনের কার্যক্রম পুরোদমে অব্যাহত আছে।”
সুন্দরবনের হরিণ শিকারিদের এই ধরনের নিত্যনতুন কৌশলের মোকাবিলায় বন বিভাগ আরও কঠোর নজরদারি এবং নিয়মিত টহল অব্যাহত রেখেছে। এই বিপুল সংখ্যক ফাঁদ উদ্ধারের ঘটনাটি প্রমাণ করে, এখনও চোরা শিকারিদের তৎপরতা সুন্দরবনের প্রাণিকূলের জন্য বড় হুমকি।