
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি।।
আশুলিয়ার বাইপাইল এলাকায় জমে উঠেছে আড়ৎ ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনী আমেজ। উৎসবমুখর পরিবেশে আগামী ২২ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সমিতির নির্বাচন।
এ নির্বাচনে সভাপতি পদে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেভেন স্টার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সুপরিচিত আড়ৎ ব্যবসায়ী হযরত চৌধুরী।
নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদিনই ব্যস্ত সময় পার করছেন তিনি। ভোটারদের দ্বারে দ্বারে ছুটে গিয়ে নিজের লক্ষ্য, পরিকল্পনা ও বিগত দিনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরছেন। হযরত চৌধুরী দাবি করেন, গত কয়েক বছরে বাইপাইল আড়ৎ এলাকার বিভিন্ন সমস্যা সমাধান, গাড়ি চলাচলের রাস্তা সংস্কারসহ নানামুখী উন্নয়ন তিনি নিজ উদ্যোগে করে আসছেন।
প্রার্থীতা বিষয়ে হযরত চৌধুরী বলেন, “আমি সবসময় ব্যবসায়ীদের সেবক হিসেবে পাশে থাকতে চাই। সভাপতি নির্বাচিত হলে প্রতিটি ব্যবসায়ীর উন্নতি ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাব।” তিনি আরও জানান, কোনো ব্যবসায়ী অসুস্থ হলে তার চিকিৎসার দায়িত্ব তিনি নিজে নেবেন। প্রয়োজনে দেশের বাইরে নিয়েও চিকিৎসার ব্যবস্থা করবেন নিজের উদ্যোগে।
নির্বাচনকে ঘিরে বাইপাইল আড়ৎ এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে এবং ব্যবসায়ীদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা।