
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ন্যায়বিচার জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ঢাকার ধামরাই উপজেলা পরিষদ সভাকক্ষে ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের সহায়তায় এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) আয়োজিত এ প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের সদস্যদের গ্রাম আদালতের কার্যপ্রণালী, বিরোধ নিষ্পত্তির পদ্ধতি, আইনগত কাঠামো, ন্যায়বিচার নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ধারণা দেওয়া হয়।প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান হাবিব সালমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খান হাবীব সালমান বলেন, গ্রাম আদালতকে আরও সক্রিয়, কার্যকর এবং জনবান্ধব করতে এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে দ্রুত, সাশ্রয়ী ও কার্যকর বিচারসেবা নিশ্চিত করা যাবে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, গ্রাম আদালত প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার আল ফারুক গাজী, উপজেলা সমন্বয়কারী মো. মিজানুর রহমান, মো. জসিম উদ্দিন প্রমুখ।