
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে রাতের আঁধারে এক কৃষকের সব লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে দিশেহারা হয়ে পড়েছেন ওই কৃষক। এনজিও থেকে ঋণ নিয়ে ফলানো ফসলের এমন পরিণতিতে, দেনা পরিশোধ নিয়ে এখন দুশ্চিন্তা কৃষক পরিবারের।

রবিবার (০৭ ডিসেম্বর) ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের চর বরদাইল গ্রামে গিয়ে সরেজমিনে দেখা যায়, কৃষক আনোয়ার হোসেন মাথায় হাত দিয়ে আক্ষেপ করছেন কিভাবে সংসার চালাবেন আর কিভাবে কিস্তি পরিশোধ করবেন।কৃষক আনোয়ার জানায়, সকালে এসে দেখেন গাছের গোড়া ভেজা, ভিতরে কিছু লাউ নেই। এরপর রোদ উঠতে শুরু করলে গাছ আস্তে আস্তে নুইয়ে পড়া দেখে গাছের গোড়া চেক করে দেখেন সব গাছের গোড়া কাটা।
এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে উনিশ শতাংশ জমিতে করেছিলেন লাউয়ের চাষ। ফলনও হয়েছিল বেশ। সেই ভালো ফলন’ই যেন কাল হলো তার। রাতের আঁধারে সব লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। আনোয়ার হোসেনের স্ত্রী জানান, সকালে মাচার লাউ গাছগুলো নুঁইয়ে পড়েছে। প্রথমে রোদের কারণে ভাবলেও পরে দেখেন সব গাছের গোড়া কাটা । কষ্ট ফলানো ফসলের এমন পরিণতিতে দিশেহারা তারা। দুশ্চিন্তায় ভুগছেন চাষের জন্য নেওয়া ঋণ নিয়ে।প্রতিবেশী কৃষকরা জানান, রাতের আধারে এমন ঘটনায় তারাও চিন্তিত।
এমন ন্যক্কারজনক ঘটনা যাতে আর কোথাও না ঘটে। পুলিশ আর উপজেলা প্রশাসনের সহায়তা কামনা করেন তারা।এছাড়া কৃষকের শ্রমে-ঘামে ফলানো ফসলের সাথে এমন ঘৃণিত ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ধামরাই উপজেলা কৃষি অফিসার আরিফুর রহমান বলেন, ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা জরুরী।
এ ধরনের ঘটনায় কৃষকদের ক্ষতিপূরণের কোন ব্যবস্থা না থাকলেও ক্ষতিগ্রস্ত কৃষককে পরবর্তীতে প্রণোদনার আওতায় নিয়ে আসা হবে।ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।