
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১৯ আসনের এমপি প্রার্থী মাওলানা মোঃ আফজাল হোসাইন বলেছেন, “ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য দাড়িপাল্লা প্রতীকের বিকল্প নেই। জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

শুক্রবার (১২ ডিসেম্বর) ধামসোনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মাটির মসজিদ এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এ বক্তব্য রাখেন।
বৈঠকে সভাপতিত্ব করেন ধামসোনা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আল-আমীন খান।
প্রাগ্রাম পরিচালনা করেন মাওঃ হামিদুল্লাহ আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আশুলিয়া থানার আমীর অধ্যক্ষ বশির আহমেদ, ধামসোনা ইউনিয়নের সেক্রেটারি নাসির উদ্দিন, মাওঃ জিল্লুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আঃ সালাম ভূঁইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বললেন, “জনগণের জান-মাল ও মর্যাদা রক্ষা, দুর্নীতি-দুঃশাসনমুক্ত একটি রাষ্ট্র গঠন এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠাই আমাদের প্রধান লক্ষ্য।”
অনুষ্ঠানে স্থানীয় জনসাধারণ দাড়িপাল্লা মার্কার পক্ষে সমর্থন জানান এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের দাবি করেন।