
নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলার সাভার আশুলিয়ার ১নং শিমুলিয়া ইউনিয়নের জিরানী টেংগুরী বাজারে বিদেশি মদ ও ইয়াবাসহ এক যুবককে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কাঁচাবাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম মো. রুবেল (২৪)। তার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চন্দনিআটা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, রুবেল কয়েক সপ্তাহ ধরে বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘুরে বেড়াচ্ছিলেন। বিষয়টি নজরে রেখে তার গতিবিধির ওপর নজরদারি করছিলেন তারা।
শুক্রবার রাতে রুবেল একটি ব্যাগ নিয়ে দ্রুতগতিতে বাজারে প্রবেশ করলে স্থানীয় কয়েকজন যুবক তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি অসংলগ্ন আচরণ করায় সন্দেহ বাড়ে। ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় বিদেশি মদের বোতল ও ইয়াবা ট্যাবলেট। পরে তাকে জনতার সহযোগিতায় একটি দোকানে আটক রেখে পুলিশে খবর দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি বাজার এলাকায় অপরিচিত লোকজনের আনাগোনা বেড়ে যায় এবং রাতে সন্দেহজনক লেনদেন চোখে পড়ে। আজকের ঘটনা প্রমাণ করেছে মাদক কারবারিরা এখানে সক্রিয় হতে চাইছে।
স্থানীয়রা বলেন—“মাদক নির্মূলে প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন। আমরা চাই নিয়মিত অভিযান পরিচালনা হোক।”
তারা আরও জানান, জনসচেতনতা ও সাহসিকতার মাধ্যমে এ ধরনের অপরাধ প্রতিহত করা সম্ভব।
পুলিশ রুবেলকে থানা নিয়ে গেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।