গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার কৃতি সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মিম ওয়ারলেস স্বত্বাধিকারী রাশেদুজামান হিমুর বাবা আমেরিকান সিটিজেন হাজী মোঃ নুরুল ইসলাম মিয়া গত শুক্রবার স্থানীয় সময় ৩:৩০ মিনিটে যুক্তরাষ্ট্র কইন্স হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় কয়েক দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।তিনি ৩ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মরহুমের লাশ আজ সোমবার আসর বাদ আগৈলঝাড়া উপজেলার চক্রিবাড়ি তার নিজ গ্রামের প্রতিষ্ঠিত মসজিদ ও হাজী বলুউদ্দিন নেছারিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে জানাযা শেষ করে তাকে তাদের পরিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুমের জানাযা ও দাফন এর সময় আমেরিকান প্রবাসী তার বড়ো ছেলে মনিরুজ্জামান মিয়া ও তার ছোট ছেলে রাশেদুজ্জামান হিমু মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।