সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষা চলাকালে নকল সরবরাহ করার দায়ে রনি শিকদার নামে এক যুবককে ১মাস বিনাশ্রম কারাদণ্ড সেই সাথে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) পরীক্ষা শুরু হবার এক ঘন্টা পরে যাদবপুর বিএম স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি ইংরেজি ২য়পত্র পরীক্ষা চলাকালে স্কুলটির পিছনের গেটের পাশের দোকান থেকে নকলসহ টাকা লেনদেনের সময় ধামরাই রিপোর্টার্স ক্লাবের দুই সাংবাদিক হাতেনাতে স্কুল সহকারী কে ধরে ফেলে পরে উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি এসিল্যান্ড কে পাঠিয়ে কারাদণ্ডসহ জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত ওই যুবক যাদবপুর বিএম স্কুল এন্ড কলেজের অফিস সহায়ক রনি শিকদার, তিনি উপজেলার যাদবপুর ইউনিয়নের ধানতারা গ্রামের গৌরপদ শিকদারের ছেলে।
ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূচি রানী সাহা বলেন, প্রশাসনের কাজে সহযোগীতা করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ, পরীক্ষা চলাকালে দুই সাংবাদিক এর সহায়তায় এক নকল সরবারহকারী কে ৫ হাজার টাকা জরিমানাসহ এক মাসের কারাদণ্ড দেয়া হয়।