কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
মুক্তিযুদ্ধ মন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক (এমপি) বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখাই দিছে কিভাবে জনগণের খেদমত করতে হয়। সারা বিশ্বে কতো ক্ষমতাধর দেশ আছে। তারা মানুষ মারার ক্ষমতা পাইছে কিন্তু জনগণের খেদমতের ক্ষমতা নাই। আজকে শেখ হাসিনা আছে বলেই বাংলাদের মানুষ সেবা হাজারো পাইতাছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে, শিক্ষার্থীরা বিনা মূল্যে বই পাচ্ছে, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতা পাচ্ছে, উন্নত সড়ক ও সেতু ব্যবস্থা হচ্ছে। যা বিএনপির আমলে খালেদা জিয়া, এরশাদ পারেনাই।
রোববার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রিফলতলী ইউনিয়নের খালপাড় পল্লীমঙ্গল এলাকায় তুরাগ নদীর উপর সেতু নির্মাণ প্রকল্পের উদ্বোধন শেষে এসব কথা বলেন মন্ত্রী আকম মোজাম্মেল হক।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সহায়তায় আজ নদীর দুই পাড়ের জনগণ আধুনিক সেতু পাচ্ছে। আধুনিক এ সেতু হলে এ অঞ্চলসহ আশপাশের জেলার মানুষ এই সেতু বাইপাস হিসেবে ব্যবহার করে ঢাকাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবে। এছাড়াও এই সেতুর সাথে কয়েকটি সড়কের সংযোগ থাকবে। যেটি আঞ্চলিক মহাসড়ক হিসেবে পরিচিতি পাবে। এই প্রকল্পে আপনারা যারা জমি দিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।
এসময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদার, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারওয়ার আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার, মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক দেওয়ানসহ দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।