এস এ ডিউক ভূইয়া, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনা উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষা বর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ডুসাহ (ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন অব হোমনা)-র উদ্যোগে গত সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মজিদ।
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. কামাল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মাহবুব আলম, অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান, উপ-সচিব এসএম নজরুল ইসলাম ও মোজাম্মেল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিদ্যা বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন প্রফেসর নুর মোহাম্মদ রহমতুল্লাহ, এসএসপি শফি উল্লাহ বিসিআইসি কলেজের প্রভাষক মীর মাসুদুজ্জামান, মিনহাজ উদ্দিন ও মো. মাহবুব প্রমুখ।
পরে শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক দেওয়া হয়।