1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : Masum Sarder : Masum Sarder
  3. emranniloy53@gmail.com : Emran Hasan Neloy : Emran Hasan Neloy
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
সোমবার, ২৩ জুন ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোল ইমিগ্রেশনে ভারতে যাওয়ার সময় আনিসুর রহমান আটক টঙ্গীবাড়ীতে শিক্ষার্থীদের পুনর্মিলনীর টাকা ফেরত চেয়ে মানববন্ধন গাজীপুর আদালতে সালমান এফ রহমান ও আনিসুল হক এনসিপির ২০ সদস্যের ধামরাই উপজেলা সমন্বয় কমিটি গঠন বেনাপোল বিজিবি অভিযানে ৯লাখ ২০ হাজার টাকার জাল নোট সহ আটক ১ ব্রিতে স্থানভিত্তিক জাত ও প্রযুক্তি উদ্ভাবনে কর্মশালা অনুষ্ঠিত গৌরনদীতে তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে পৌর বিএনপির মতবিনিময় সভা আপনারা শুধু কমিটি না,ভোটার কে আছে তার কাছে যেতে হবে সাংবাদিক মামুন রেজার মৃৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ধামরাইয়ে সাদ হত্যা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার

সেতু নির্মাণে মেয়াদ শেষ হলে ও কাজ সম্পন্ন হয়নি

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে একটি গুরুত্বপূর্ণ সড়কে সেতু নির্মাণ কাজের মেয়াদ একমাস আগে শেষ হয়েছে। অথচ এখনও এক-চতুর্থাংশ কাজও সম্পন্ন হয়নি।ঢাকা-আরিচা মহাসড়ক হতে সাটুরিয়া-বালিয়া আঞ্চলিক মহাসড়কের সংযোগ বেলীশ্বর-মহিশাষী সড়কে খলের ওপর গুরুত্বপূর্ণ এই সেতুটির নির্মাণকাজ শেষ না হওয়ায় এ সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও কয়েকটি ইউনিয়নের লক্ষাধিক মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।

স্থানীয়রা বলছেন, প্রায় ছয় মাস আগেই কাজ বন্ধ করে ঠিকাদারের লোকজন চলে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ঠিকাদারের গাফিলতির কারণে নির্দিষ্ট সময়ে নির্মাণকাজ শেষ করা যায়নি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ধামরাই উপজেলা অফিস সূত্রে জানা গেছে, ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের (ডিডিআইআরডব্লিউএসপি) ধামরাই-সাটুরিয়া-টাংগাইল সড়কের মহিশাষী বাসস্ট্যান্ড থেকে ঢাকা-আরিচা মহাসড়কে সংযুক্ত বাথুলি বাসস্ট্যান্ড সড়কের বেলিশ্বর মোহনী মোহন উচ্চ বিদ্যালয়সংলগ্ন জমির পানি চলাচলের জন্য সড়কে ২৫ মিটার দৈর্ঘ্যরে সেতুটির নির্মাণকাজ শুরু হয় ২০২২ সালের জুন মাসে।

সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় ২ কোটি ৪৫ লাখ ৩৯৩ টাকা।এলজিইডির বাস্তবায়নে সেতুটি নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নিরাপদ এন্টারপ্রাইজ। ২০২৩ সালের ২৯ ডিসেম্বর সেতুর নির্মাণকাজ সম্পন্ন করার কথা থাকলেও ২৫ ভাগ কাজও হয়নি। প্রায় ছয় মাস আগেই নির্মাণকাজ বন্ধ করে ঠিকাদারের লোকজন চলে গেছে।আংশিক শেষ হয়ে কয়েকটি পিলারের কতকগুলো রড দাঁড়িয়ে আছে। পরবর্তী কাজের জন্য ঠিকাদারের কোনো মালপত্র সেখানে নেই। নেই কাজের কোনো সাইনবোর্ডও। পশ্চিম পাশ দিয়ে যে বিকল্প সড়ক করা হয়েছে চলাচলের জন্য, সেটিও অনেক ঢালু। বর্তমানে যানবাহন চলাচলে তো দূরের কথা সাধারণ মানুষ ও চলাচল অনেক কষ্টকর। নির্মাণস্থলে কোনো শ্রমিককেও পাওয়া যায়নি। এ সময় কথা হয় বেশ কয়েকজন এলাকাবাসীর সঙ্গে। তারা জানান, গত ছয় মাস ধরে কাজ ফেলে রাখা হয়েছে।

স্থানীয় মানুষ খুব দুর্ভোগে আছে। তারা প্রতিদিন এ রাস্তা দিয়ে চলাচল করে। অটোরিকশা-ভ্যানে চলাচলের সময় বিকল্প রাস্তার এক প্রান্তে নেমে অন্য প্রান্তে গিয়ে ওঠেন। বৃষ্টির সময় প্রচ- পিচ্ছিল হয়ে যায়। তখন ঝুঁকি নিয়ে চলতে হয়। কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। ভানচালক হাসেম আলী জানান, বিকল্প রাস্তায় মালপত্র আনা-নেওয়ার সময় ভ্যান ঠেলে তুলতে হয় ওপরে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে।সুতিপাড়া ইউনিয়নের বেশীশ্বর গ্রামের বাসিন্দা দেওয়ান আনিসুর রহমান শাহজাদা জানান, এ রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ।

ধামরাই-সাটুরিয়া সড়কের মহিশাষী বাসস্ট্যান্ড থেকে বাথুলি বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়কে সংযুক্ত হয়েছে। ধামরাইয়ের সুতিপাড়া, কুশুরা, গাংগুটিয়া, বালিয়া, আমতা, চৌহাটসহ সাটুরিয়া উপজেলার লক্ষাধিক মানুষ এ সড়ক দিয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে চলাচল করে। সেতুটির কাজ বন্ধ থাকায় ভ্যান রিক্সাসহ বিভিন্ন যানবাহন চলাচলে প্রচ- সমস্যা হচ্ছে। মাঝে মধ্যে দুর্ঘটনাও ঘটে। দ্রুত সেতুটির নির্মাণকাজ শেষ করার দাবি জানান তিনি। ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ধামরাই উপজেলা প্রকৌশলী তরুণ কুমার বৈদ্য জানান, ঠিকাদারের গাফিলতির কারণে নির্দিষ্ট সময়ে নির্মাণকাজ শেষ করা যায়নি। সেতুর নির্মাণ কাজ শেষ করতে প্রয়োজনে পূর্বের টেন্ডার বাতিল করে নতুন টেন্ডার দেয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD