
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত, বড় ভাইয়ের বিষ পান করে আত্মহত্যার চেষ্টা।

ঘটনাটি ঘটে, মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউনিয়নের উত্তর কুটিপাড়া গ্রামে। সরে জমিনে গিয়ে জানা যায়, বড় ভাই মেহেদী হাসান মিলন(২৬) প্রায় দু’মাস আগে বিয়ে করে স্ত্রীকে নিয়ে বাড়িতে আসে। কিন্তু ছোট ভাইয়ের আওকত হোসেন জুয়েল ও তার মা মোতাহারা বেগম তার স্ত্রীকে নিয়ে একই ঘরে থাকতে বাধা দেয়।
স্ত্রীর সাথে থাকতে না পেরে মঙ্গলবার সকালে ঘুমন্ত ছোট ভাই আওকত হোসেন জুয়েল (১৬)-কে দা দিয়ে এলোপাতাড়ি গলা ও মাথায় কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে নিজেই বিষ পান করা আত্মহত্যা চেষ্টা করেন।
পরবর্তীতে এলাকাবাসী উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ মন্ডল জানান, নিহত লাশ নীলফামারী জেলা মর্গে পাঠানো হয়েছে।