হাবিবুর রহমান, নেত্রকোনা প্রতিনিধি :
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উপর দেশীয় অস্ত্র রামদা, বল্লম, নিয়ে হামলা করেছে বখাটে ইলিয়াছ (২০) ও তার দলবল নিয়ে।
পরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফুর রহমান মদন থানায় সংবাদ দিলে পুলিশ গিয়ে ঘটনা নিয়ন্ত্রণে আনেন।
এতে অষ্টম শ্রেণী ছাত্র মারুফ (১৪) গুরুতর আহত হলে স্বজনেরা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করে চিকিৎসা দিচ্ছেন।
রোজ বৃহস্পতিবার ৭ মার্চ সকাল ১০টার দিকে গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে। বখাটে ইলিয়াস নবম শ্রেণী এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল দীর্ঘদিন ধরে। ওই ছাত্রী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এ ঘটনাটি ঘটিয়েছে বলে জানা যায়।
এ ঘটনাটি ঘটিয়েছে,গোবিন্দশ্রী বারঘরিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে ইলিয়াস (২০) ও তার সহযোগী আলম মিয়ার ছেলে রাব্বি (১৮), নজরুল ইসলামের ছেলে সায়ীম ( ১৯), রাজ্জাক মিয়ার ছেলে রাকিব (২০), অলি মিয়ার ছেলে এনি ( ১৭), সামসু মিয়ার ছেলে দিদার ( ২০) ।
এ বিষয়ে এনির পিতা অলি মিয়া জানান, স্কুলে মারামারি সময় আমার ছেলে ফিরাইতে গিয়েছিল,
তবে থানা পুলিশ ও স্কুল শিক্ষকদের মারফতে জানা যায়, নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে গত তিন মাস ধরে রাস্তা-ঘাটে উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিচ্ছিল ইলিয়াস। বকাটে ইলিয়াসের প্রেমের প্রস্তাবে রাজি না ওই ছাত্রী। ইলিয়াসের ভয়ে ওই ছাত্রী রাস্তা বাদে নদীর পাড় দিয়ে আজ সকাল নয়টার দিকে বিদ্যালয় আসছিল প্রাইভেট পড়ার জন্য।
এমন সময় রাস্তায় ওই ছাত্রীকে না পেয়ে তার সম্পর্কে ভাইয়ের ছেলে একই বিদ্যালয়ের নবম শ্রেণী ছাত্র রাফিউ (১৫) কে ইলিয়াস বলে তাকে প্রেমের সহযোগিতা করার জন্য। এতে অনীহা প্রকাশ করায় তাকে মারধর করে ইলিয়াস ও তার দলবল। এ ঘটনা ঘটিয়েও সন্তুষ্ট না ইলিয়াস। পরে বাড়ি গিয়ে তার দল বল নিয়ে দেশীয় অস্ত্র রামদা, বল্লাম নিয়ে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও শিক্ষকদের উপর আক্রমণ করে এ ঘটনা নিয়ন্ত্রণ আনার জন্য তাৎক্ষণিক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফুর রহমান থানায় অবগত করলে পুলিশ গিয়ে এ ঘটনা নিয়ন্ত্রণে আনেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফুর রহমান এ প্রতিনিধিকে জানান, ইলিয়াস নামের এক বখাটে ছেলেটি প্রায় সময় নবম শ্রেণীর এক ছাত্রীকে বিদ্যালয়ে আসা যাওয়ার রাস্তায় পেয়ে উত্যক্ত, বিরক্ত করতো প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। উক্ত ঘটনাকে কেন্দ্র করে,
আজ হঠাৎ করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উপর দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে ইলিয়াস ও তার সহযোগীরা মিলে। আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ের স্বার্থে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করব।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিমন মিয়া ( ৫০) বলেন, আজ ইলিয়াস ও তার দলবল নিয়ে অতর্কিতভাবে ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করে , এঘটনায় মারুফ নবম শ্রেণীর এক ছাত্র গুরুতর আহত হয়েছে। এতে বিদ্যালয়ের মানসম্মান নষ্ট হয়েছে, আমরা তার বিরুদ্ধে ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করব।
এ ঘটনায় মদন থানার অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল কান্তি সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল, এ ঘটনা নিষ্পত্তি করার জন্য প্রধান শিক্ষক দায়িত্ব নিয়েছেন।