তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা উপজেলার কালমিনা থেকে খোদেদাউদপুর পর্যন্ত নতুন রাস্তা ও খিরাই কান্দা বিলের উপর একটি ফুটব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
গতকাল শুক্রবার (৮ মার্চ) দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর( এলজিইডি) ও জেলা পরিষদের অর্থায়নে দুলালপুর ইউনিয়নের কালমিনা থেকে আছাদপুর ইউনিয়নের খোদেদাউদপুর পর্যন্ত চকের উপর দিয়ে একটি নতুন রাস্তা ও খিরাইকান্দা বিলের উপর একটি ফুট ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কুমিল্রা -২ (হোমনা- মেঘনা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবদুল মজিদ।
জানাগেছে, এই গুরুত্বপূর্ণ রাস্তাটি নির্মাণ করা এলকাবাসির দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে নব নির্বাচিত সংসদ সদস্যের নির্বাচনী ওয়াদাছিল এই রাস্তা নির্মাণের। অবশেষে খোদেদাউদপুর গ্রামের কৃতিসন্তান ডিাইজি মাহবুব আলম ও তাঁর ভাই উপসচিব এসএম নজরুল ইসলামের প্রচেষ্ঠায় উক্ত রাস্তা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের সংবাদে এলাকবাসি খুবই আনন্দিত।
এ সময় গাজীপুর মেট্রো পলিটন সিটির পুলিশ কমিশনার মো. মাহবুব আলম, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-সচিব এসএম নজরুল ইসলাম, এসবি’র অতিরিক্ত পুলিশ সুপার ছফিউল্লাহ, কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম বাবুল, কুমিল্লা জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী – মির্জা মো. ইফতেখার আলী,উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমা, সহকারি কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, হোমনা সার্কেল এর সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) মীর মুহসীন মাসুদ রানা, হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন, জেলা পরিষদ সদস্য মো. মকবল হোসেন পাঠান ও উপজেলা আ.লীগের সাধার সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন পাঠান, ইউপি সদস্য হাফেজ মিয়া, আ. লীগ তসলিম সরকারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।