তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে ৩০ পিস ইয়াবা টেবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে তিতাস থানা পুলিশ।
গত ১৩ মার্চ বুধবার রাতে ১৯.০৫ মিনিটে তিতাস থানার এসআই মোঃ মাকসুদুর রহমান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানের ডিউটিতে থাকালীন সময়ে উপজেলার কড়িকান্দি ইউনিয়নের কড়িকান্দিস্থ গৌরীপুর-হোমনা আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন আসমা-লতিফ সার্জিক্যাল হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর থেকে ৩০ পিস ইয়াবা টেবলেটসহ মোঃ জনি (২০) কে আটক করে।
সে হোমনা থানার মধ্যকান্দি মোল্লা বাড়ির আবদুল কুদ্দুসের ছেলে।তার হেফাজত হতে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করে তিতাস থানা পুলিশ।এ ঘটনায় তিতাস থানায় মাদক আইনে মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।