তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও তিতাস পজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পবিত্র কোরআন তেলওয়াত পাঠের মাধ্যমে ২৬ শে মার্চ মঙ্গলবার সকালে উপজেলার গাজীপুরস্থ বিএনপির প্রধান কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মো. আক্তারুজ্জামান সরকার।
উপজেলা বিএনপির আহবায়ক মো.ওসমান গনি ভূইয়া’র সভাপতিত্বে এবং সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়া’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক হাজ্বী আলী হোসেন মোল্লা, যুগ্ম-আহবায়ক মো.আক্তারুজ্জামান ভিপি, সদস্য হেলাল ভূইয়া ,দেলোয়ার হোসেন দারোগা, সাইদুল ইসলাম সরকার বিজয়, সাংবাদিক কবির হোসেন,কলাকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছাবিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো.আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো.ইসমাইল হোসেন, উপজেলা কৃষকদলের আহবায়ক শাহজাহান সওদাগর, উপজেলা শ্রমিক দলের আহবায়ক সাইমুল ইসলাম আখন্দ,সদস্য সচিব মফিজুল ইসলাম বশির, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল করিম মহারাজ, যুগ্ম- আহবায়ক কবির হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফাহিম সরকার, উপজেলা জাসাসের আহবায়ক সামির হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এর আগে সকাল ৭টার দিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে উপজেলা পরিষদ মাঠে নির্মিত শহীদ মিনারে ফুলেল ঢালা দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প মাল্য অর্পণ করেন।