মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলা যোগ্যাছোলা ইউনিয়নে ঘূর্ণিঝড় তান্ডবে বসতঘর ছনে চাল ও টিন উড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১দিকে ঘূর্ণিঝড় তান্ডবে ব্যাপক এই ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। কোথাও কোথাও ঝড়ে ঘরবাড়ি, বাগানে গাছ ভেঙ্গে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী।
ঝড়ে প্রচন্ড ঝোড়ো হাওয়ায় গাছপালা সড়কে পড়ে ইউনিয়নের গ্রামীণ যোগাযোগ বন্ধ হয়ে যায়। ইউনিয়নে ফসল ও বাড়ি আঙিনায় কাঁঠাল গাছ, সুপারি , আম, পেঁপেঁ গাছ ভেঙে গেছে। নতুন আমের মুকুল ঝঁড়ে ব্যাপক নষ্ট হয়ে গেছে। ঝড়ে মানুষের ক্ষয়ক্ষতি বিষয়ে তাৎক্ষণিক জানা যায়নি।
সবচেয়ে ইউনিয়নে মধ্যে ৪ নং ওয়ার্ড গঞ্জ পাড়া বাসিন্দা টুনু মারমা (৫২) ছেলে মংসাউ মারমা (২৭) বসতঘর ছনে চাল ঝড়ো বাতাসে উড়ে গেছে। একই এলাকায় থোয়াইঅংগ্য মহাজন (৫৮) ধানের কল মেশিনে ঘর উপড়ে ফেলে দিয়েছে ঘূর্ণিঝড় । এদিকে যোগ্যাছোলা হেডম্যান পাড়া বাসিন্দা সানি মারমা একক ফলজ বাগানে পেঁপে গাছ ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা যায়।
মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সাদিয়া নূরিয়ার জানান, ক্ষয়ক্ষতির পরিমাপ করা এখনো সম্ভব হয়নি। তাই যোগ্যাছোলা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিনকে ক্ষয়ক্ষতি ব্যক্তিদের তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে।