তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামের যুবসমাজ ও প্রবাসীদের সহযোগিতায় শাহপুর গ্রামের সবগুলো মসজিদের ইমামদের ঈদ সন্মানী প্রদান উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার দরিদ্র কল্যাণ সংস্থা(ডিকেএস)’র আয়োজনে গতকাল শুক্রবার বিকেলে শাহপুর শান্তির বাজার মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন মজিদপুর ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম সরকার।
ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে এবংদরিদ্র কল্যাণ সংস্থা(ডিকেএস)’র পরিচালক মো.শামসুল হুদা’র পরিচালকয় এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম, উপজেলা আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আবদুল মালেক মোল্লা,মো.হানিফ মিয়া,কাজল মিয়াপারভেজ হোসেন, গিয়াস উদ্দিনসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।