তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে ৫৫ পিস ইয়াবা টেবলেটসহ আলোচিত মাজহারুল ইসলাম মাসুম হত্যা মামলার পলাতক আসামি হারুন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিতাস থানা সূত্রে জানা যায়, তিতাস থানার এসআই তাজুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ থানা এলাকায় মাদক উদ্ধার ও গ্রেপ্তারী পরোয়ানা তামিলের নিয়মিত ডিউটি থাকাকালীন সময়ে সোর্সের মাধ্যমে জানতে পেরে উপজেলার শোলাকান্দি গ্রামে সংগঠিত আলোচিত মাজহারুল ইসলাম মাসুম হত্যা মামলার তদন্তে প্রাপ্ত (অন্য আসামির কাঃ বিঃ ১৬৪ ধারায় প্রাপ্ত) এবং জিআর-৩০/২৩ এর মূলতবী পরোয়ানাভূক্ত আসামি মোঃ হারুন দড়িকান্দি পূর্বপাড়া সাকিনে অবস্থান করিতেছে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গত ৮ এপ্রিল সোমবার বেলা ১৬.৩৫ ঘটিকার সময় উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি পূর্বপাড়া দড়িকান্দি ব্রীজের দক্ষিনপাশের গৌরীপুর-হোমনা আঞ্চলিক মহাসড়কের উপর হতে আসামি মোঃ হারুন মিয়াকে (৫৬)৫৫ পিস ইয়াবা টেবলেটসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। সে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের মোজাফ্ফর সরকারের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামি হারুন মিয়ার বিরুদ্ধে ৪টি মাদকের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।৫৫ পিস ইয়াবা টেবলেটের ঘটনায় থানায় হারুন মিয়ার বিরুদ্ধে মামলা রুজু পূর্বক গত মঙ্গলবার আসামিকে বিজ্ঞ কোর্টে সোপর্দ করা হয়েছে।