নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান :
আসছে আগামী ২৯ মে, ২০২৪ আসন্ন মদন উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণার পর নড়ে চড়ে বসেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীরা।
মনোয়নপত্র দাখিলের দিন তারিখ ঠিক করায় উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে মাঠে ময়দানে বেড়িয়ে গণসংযোগ করছেন সাবেক পৌর কমিশনার আলহাজ্ব মোঃ বদরুল ইসলাম।
তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জনগণকে সাথে নিয়ে নির্বাচন প্রচার প্রচারণায় মাঠে নেমে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ব্যস্ত সময় পার করছেন। মদন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ বদরুল ইসলাম তিনি উপজেলার সকল ভোটার ও সকল জনগনের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন ।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ বদরুল ইসলাম বলেন, আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী, বিগত দিনে সাধারণ মানুষ আমাকে ভালোবাসে আমাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে মদন পৌর কমিশনার নির্বাচিত করেছিল।
আমি গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থেকে কাজ করি সব সময়, মদন উপজেলার যে কোন মানুষ আমাকে আপদে বিপদে স্মরণ করে আমি আমার সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করে থাকি। জনগণই হল সকল ক্ষমতার উৎস। জনগণ আমাকে ভোট দিলে, আমি বিপুল ভোট পেয়ে বিজয়ী হব ইনশাল্লাহ। তাই আমি মদন উপজেলার আটটি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাই ও ভোট চাই।