1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : Masum Sarder : Masum Sarder
  3. emranniloy53@gmail.com : Emran Hasan Neloy : Emran Hasan Neloy
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
সোমবার, ২৩ জুন ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোল ইমিগ্রেশনে ভারতে যাওয়ার সময় আনিসুর রহমান আটক টঙ্গীবাড়ীতে শিক্ষার্থীদের পুনর্মিলনীর টাকা ফেরত চেয়ে মানববন্ধন গাজীপুর আদালতে সালমান এফ রহমান ও আনিসুল হক এনসিপির ২০ সদস্যের ধামরাই উপজেলা সমন্বয় কমিটি গঠন বেনাপোল বিজিবি অভিযানে ৯লাখ ২০ হাজার টাকার জাল নোট সহ আটক ১ ব্রিতে স্থানভিত্তিক জাত ও প্রযুক্তি উদ্ভাবনে কর্মশালা অনুষ্ঠিত গৌরনদীতে তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে পৌর বিএনপির মতবিনিময় সভা আপনারা শুধু কমিটি না,ভোটার কে আছে তার কাছে যেতে হবে সাংবাদিক মামুন রেজার মৃৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ধামরাইয়ে সাদ হত্যা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার

জিম্বাবুয়েকে ছোট করে দেখার কিছু নেই: হৃদয়

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম: জিম্বাবুয়ে সিরিজকে ধরা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। কিন্তু প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই কিনা, সিরিজটি সেভাবে মনোযোগ আকর্ষণ করতে পারছে না ক্রিকেটমহলে।

কারণ অনেকের চোখে জিম্বাবুয়ে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ।

এই সিরিজেই যেমন জিম্বাবুয়েকে টানা দুই ম্যাচে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। এরপর তৃতীয়টিতেও জিতে এরইমধ্যে সিরিজ ঘরে তুলেছে শান্তবাহিনী। এখনও হাতে আছে দুই ম্যাচ। তৃতীয় ম্যাচে জিততে অবশ্য কষ্ট করতে হয়েছে স্বাগতিকদের। ব্যাটিংয়ে বড় সংগ্রহ না পাওয়ার পর দুর্বল বোলিংয়ে প্রায় হারতেই বসেছিল তারা। সিরিজের এই পর্যায়ে এসে জিম্বাবুয়েকে সহজ প্রতিক্ষ মানছেন না বাংলাদেশ দলের ব্যাটার তাওহীদ হৃদয়। তবে বিশ্বকাপের আগে আরও ভালো করার তাগিদ অনুভব করছেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হৃদয় বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে (জিম্বাবুয়ের বিপক্ষে) খেলাটা ততটাও সহজ হচ্ছে না। কারণ তাদের অনেক ভালো খেলোয়াড় আছে। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলে। জিম্বাবুয়ে বলে ছোট করে দেখার কিছু নেই। আন্তর্জাতিক ক্রিকেটে সব টিমই কঠিন টিম। ‘

হৃদয় নিজে জিম্বাবুয়ে সিরিজে এখন পর্যন্ত ধারবাহিকভাবে রান করছেন। তিন ম্যাচের দুটিতে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। তৃতীয় ম্যাচে পেয়েছেন করেছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। সব মিলিয়ে ভালো সময় কাটছে তার। দলের হয়ে ভালো পারফরম্যান্স করতে পারায় খুশি তিনি। তাওহীদ বলেন, ‘ রান করলে প্রত্যেক ব্যাটারের একটা ভালো লাগা কাজ করে। আমি যেহেতু ব্যাটার, আমার রোল হল টিমে অবদান রাখা। আমিও ট্রাই করি ফিল্ডিং দিয়ে বা রান করে দলে অবদান রাখার। কোনো দিন হয়, কোনোদিন হয় না। (লক্ষ্য থাকে) যেদিন সুযোগটা পাবো, সেদিন যেন টিমের জন্য ভালো কিছু করতো পারি। ‘

আজ চট্টগ্রামে সিরিজ নিশ্চিতের ম্যাচে দলের বিপদে হাল ধরেছিলেন হৃদয়। দলীয় ২৯ রানে লিটন-শান্তকে হারিয়ে যখন বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ, তখন হাল ধরেন তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়। দুইজনের জুটিতে আসে ৩১ রান। দলীয় ৬০ রানে তামিম ফিরলেও তাওহীদ তুলে নেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতক।

এর আগে চলতি সিরিজের প্রথম ম্যাচে তাওহীদ করেন অপরাজিত ৩৩ রান। পরের ম্যাচে খেলেন অপরাজিত ৩৭ রানের ইনিংস। নিজে ভালো খেললেও বিশ্বকাপের আগে আরও ভালো করার জায়গা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্বকাপের প্রস্তুতি সঠিকভাবে হচ্ছে। কারণ বিশ্বকাপের আগে সব ব্যাটার-বোলাররা তাদের প্ল্যানগুলো এখানে বাস্তবায়ন করছে। খুব ভালো প্রস্তুতি হচ্ছে, কিছু জায়গায় উন্নতির জায়গা আছে। যে জায়গায় উন্নতির জায়গা আছে সে জায়গাগুলোতে যত পারি উন্নতি করতে হবে। ‘

আজ তৃতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৬৫ রান করে টাইগাররা। বিপরীতে নির্ধারিত ২০ ওভারে ১৫৬ রানে করে জিম্বাবুয়ে। এতে ৯ রানের জয় পায় বাংলাদেশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD