নেত্রকোনা : নেত্রকোনায় তেলের পাম্পগুলোতে হেলমেটবিহীন তেল না দেওয়ার লক্ষ্যে পুলিশের সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়েছে।
রবিবার (১৯ মে) দুপুরে নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড এলাকায় মোনাকো ফিলিং স্টেশনে ‘নো হেলমেট নো তেল, শিরোনামে ট্রাফিক সচেতনতা কর্মসূচি করেছে জেলা পুলিশ।
পুলিশের উদ্যোগে বিভিন্ন ফেস্টুন ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে পাম্পগুলোতে। পাশাপাশি এই নিয়ম মেনে তেল দেওয়ার জন্য ব্যবসায়ী কর্মচারী সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ নিজে দাঁড়িয়ে পর্যবেক্ষণসহ হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহীদের তেল নেওয়া আটকে দেন এবং সচেতন করেন। এসময় মনোরঞ্জন নামের একজন আরোহী হেলমেট ব্যাগ থেকে বের করে পরার পর তেল নিতে বাধ্য করেন।
জেলায় ৩০টি পাম্পে এ ধরনের কর্মসূচি চলমান থাকবে বলেও পুলিশ সুপার জানান। তিনি বলেন, সকলকে সহযোগিতা করতে হবে তথ্য দিয়ে। যারাই আইন অমান্য করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তেল দিতে পাম্প কর্তৃপক্ষকে নিষেধ করেন।
অভিযানে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হারুন অর রশীদ, সদর সার্কেল শাহ শিবলী সাদিক ও মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালামসহ ট্রাফিক বিভাগের এবং ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।