1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : Masud Sardar : Masud Sardar
  3. niloy@ajkerpratidin.com : Niloy :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংস্কারের নামে নির্বাচন নিয়ে টালবাহানা চলবে না: নাজমুল হাসান অভি তিতাসের এস এস টি জনকল্যাণ যুব সংগঠনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ ধামরাই বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫ মুন্সীগঞ্জে লৌহজংয়ের গোয়ালিমান্দ্রায় মাদকবিরোধী অভিযান আটক ১৮ চোরের ভিডিও করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা ফুলবাড়ীতে গাজায় নিরিহ ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত আশুলিয়া গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুরে ডাকাতিকালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ২ ডাকাত আটক আশুলিয়ায় ১৩ বছরের কিশোরীকে ৩৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার তিতাসের রামভদ্রা যুবকল্যাণ পরিষদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে হিফজুল কোরআন প্রতিযোগিতা

ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাধা দিলে ৯৯৯ জানালেই নেওয়া হবে ব্যবস্থা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ আগামী (২১শে মে) যশোরের শার্শা, চৌগাছা ও ঝিকরগাছা এই তিন উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। কেন্দ্রে ভোট নেওয়া হবে ইভিএম মেশিনে।

ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ উপলক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে যশোর জেলা প্রশাসন। রবিবার (১৯শে মে) সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার বলেন, ‘ভোটারদের নিরাপত্তা, সুষ্ঠু নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেছি। পুলিশ, বিজিবি, আনসার, র‍্যাব সদস্যরা ভোটারদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন।

যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, ‘প্রত্যেক ভোটার যেন নিরাপদে ভোটকেন্দ্রে যেতে পারেন, স্বাধীনভাবে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন; তা নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিলে তা বরদাশত করা হবে না।

’তিনি আরও বলেন, ‘আমাদের সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি থাকবে। যদি কেউ ভোটারদের কেন্দ্রে আসতে বাধা অথবা সুষ্ঠু ভোট প্রদানে বাধা দেয়, তাহলে তৎক্ষণাৎ জরুরি সেবা ৯৯৯-এ কল করে জানান। আইনশৃঙ্খলা বাহিনী সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই তিন উপজেলায় কিছু ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘন ও সংঘটিত নির্বাচনি অপরাধের কারণে গত ১৭ মে পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকদের ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাচনের দিন অন্য দুই উপজেলার চেয়ে শার্শা উপজেলায় নিরাপত্তাকর্মী মোতায়েন থাকবে বেশি।

তিন উপজেলায় মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে এক হাজার ৭১৮ জন পুলিশ, ৬০ জন র‌্যাব সদস্য এবং ৬০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তিন উপজেলার নির্বাচনি রিটার্নিং অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এম এম শাহীন, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আনিচুর রহমান সহ প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD