কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার জেলার দক্ষিণে অবস্থিত কয়রা উপজেলা কপোতাক্ষও শাকবাড়িয়া নদীর কোল ঘেষে গড়ে উঠা এ-ই কয়রা উপজেলা। প্রায় প্রতি বছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসে দূর্বল বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রিমাল ইতিমধ্যে ভয়ংকর রুপ নিয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে জানানো হয়েছে মংলা ও পায়রা সমুদ্র বন্দর কে ১০ নাম্বার মহা বিপদ সংকেত দেখতে বলা হয়েছে, এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দর কে ৯ নাম্বার মহা বিপদ সংকেত দেখতে বলা হয়েছে।
কয়রা উপজেলায় দূর্যোগের সময় প্রায় ৩ লক্ষা দিক মানুষ কে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে হয় তবে কয়রা উপজেলায় মাত্র ১১৭ টি সাইক্লোন শেল্টার আছে। গত রাত থেকে দূর্যোগ ব্যবস্তাপনা কমিটির Cpp সদস্যরা মাইকিং করছে। কয়রা উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।