1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন

কাপ পিরিচ এর বিরুদ্ধে থানায় অভিযোগ!

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে
উজিরপুরে কাপ পিরিচ এর বিরুদ্ধে থানায় অভিযোগ!

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা নির্বাচন উপলক্ষে বিভিন্ন ইউনিয়নে ব্যাপক সমালোচনার মুখোমুখি হচ্ছে হাফিজুর রহমান ইকবাল সমর্থনরা।

বরাকোঠা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য থানায় এসে অভিযোগ করে বলেন- চলমান উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আঃ মজিদ সিকদার বাচ্চু এর (মোটরসাইকেল মার্কা) নির্বাচন পরিচালনা কমিটির ইউনিয়ন সদস্য সচিব। বিবাদীরা প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ হাফিজুর রহমান ইকবাল (কাপ পিরিচ মার্কা) এর সমর্থক ও কর্মী। আমি নির্বাচনে আঃ মজিদ সিকদার বাচ্চুকে সমর্থন করায় বিবাদীরা বিভিন্ন সময় আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করা সহ বিভিন্ন ধরনের ভয়-ভীতি দিয়া আসিতে থাকে। এছাড়াও বিবাদীরা আমাকে মোঃ হাফিজুর রহমান ইকবাল সমর্থন করার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করিতে থাকে।

ঘটনার দিন অদ্য (০১লা জুলাই) সন্ধ্যা অনুমান ৬টা ৪০ মিনিটের সময় আমি উজিরপুর থানাধীন লঙ্করপুর সাকিনে ডাবেরকূল বাজারের পূর্ব পাড়ে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আঃ মজিদ সিকদার বাচ্চু এর নির্বাচনী অফিস কক্ষে অবস্থানকরাকালীন বিবাদীরা উক্ত অফিস কক্ষের সম্মুখে পাকা রাস্তার উপর আসিয়া আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং মারধর করিতে উদ্যত হয়।

ডাকচিৎকার শুনিয়া সাক্ষীসহ আশ-পাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হইলে সকলের সম্মুখে বিবাদীরা আমাকে প্রকাশ্যে খুন জখম করিবে বলিয়া হুমকি প্রদর্শন করিয়া চলিয়া যায়। তার হলও মোঃ আবুল কালাম হাওলাদার (৫৫), পিতা- মৃত আঃ রহমান হাওলাদার, ২। মোঃ সোহেল হাওলাদার (২২), পিতা- মোঃ আবুল কালাম হাওলাদার, উভয় সাং- নরসিংহা, ৩। মোঃ আলাল বেপারী (২৭), পিতা- মোঃ জামাল হোসেন বেপারী, সাং- মালিকান্দা, ৪। মোঃ শান্ত হাওলাদার (২২), পিতা- মোঃ মেহেদী হাসান নান্নু, ৫। সাং- নরসিংহা, সর্ব ইউনিয়ন- বরাকোঠা, থানা- উজিরপুর, জেলা- বরিশাল সহ অজ্ঞাতনামা ২০/৩০ জন।

তবে এ বিষয়ে সুশীল সমাজ বলছেন – যারা নির্বাচন নিয়ে হুমকী দিচ্ছে তাদের আইনের আওতায় নিয়ে বিচার করা হোক।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD