মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ীতে সদর জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত: মদরিছ আলীর ছেলে সাইদুল ইসলাম ও যুক্তরাজ্য প্রবাসী মো: আব্দুর রবের উদ্যোগে সোমবার (২৪ জুন) সকাল ১০ ঘটিকায় তাদের নিজ বাড়ীতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। হত দরিদ্র মানুষের মুখে মুখে আনন্দের হসি।
সাইদুল বলেন, আমাদের এই উদ্যোগ মহান আল্লাহ পাকরাব্বুল আলামীনকে খুশি করা রাজি করা আশলে আমাদের উদ্দেশ হল মানুষকে দেখানো ও মানুষকে খুশি করা নয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, প্রবিণ (বি এন পি) নেতা আব্দুল মালিক (বঠই), জুড়ী প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আলী, তানিম আহমদ প্রমুখ। সাইদুল এবং আবদুর রবের নিজ অর্থায়নে ২০০ টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। হত দরিদ্র বন্যার্তদের পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ।