কুষ্টিয়ার দৌলতপুরে সাংবাদিক জনিরুল ইসলাম জনিকে অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণ নাশের হুমকি দিয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম গেদুর ছেলে, সুদ কারবারি রাজন মোল্লা। সাংবাদিক জনিরুল ইসলাম জনি জানাই পারিবারিক শত্রুতার জের ধরে তাকে মোবাইল ফোনে সুদ কারবারি রাজন মোল্লা তার পরিবার-কে অকথ্য ভাষায় গালাগালি করে ও প্রাণনাশের হুমকি দেয়।
তিনি আরো জানান তার ভাই আব্দুল্লাহ ( সেকু) দীর্ঘদিন ৮ বছর যাবত প্রবাসে আছে। তার ভাইয়ের কুষ্টিয়া দৌলতপুর ডাংমড়কা বাজার সংলগ্ন ৩ তলা বিশিষ্ট একটি বাড়ি আছে। সেই বাড়ি রাজন মোল্লা অবৈধভাবে দখল করে আছেন। এই বিষয়ে সাংবাদিক জনিরুল ইসলাম জনি প্রতিবাদ করতে গেলে তাকে ২৪-৬-২০২৪ দুপুর আনুমানিক ১টা ৩৩ মিনিটে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগালি করে ও তাকে যেখানে পাবে সেখানে প্রাণ নাশের হুমকি দেয়।
সাংবাদিক জনিরুল ইসলাম জনি তার নিরাপত্তার জন্য থানায় একটি জিডি করছেন জিডি (৩৩)। জিডি করা সত্বে ও তিনি নিরাপত্তা হীনতায় ভুগছেন।