স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহীর মোহনপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।
নিহত বৃদ্ধার নাম জোসনা বেগম (৫০)। তিনি উপজেলার ভাতুড়িয়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের স্ত্রী।
রোববার (৭জুলাই) বেলা আনুমানিক ১১টার সময় সময় রাজশাহী-নওগাঁ মহাসড়কের ভাতুড়িয়া- সইপাড়া পান চত্বর মোড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশসুত্রে জানা গেছে, বৃদ্ধ মহিলা তার মেয়ে জামাইয়ের বাড়িতে যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় কেশরহাটের দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় মোটরসাইকেল চালক পলাতক রয়েছেন।
খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল জানান, বৃদ্ধার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।