জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি :
শরীয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রনি মোড়ল (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
এ ঘটনায় মিঠুন ছৈয়াল ও ইব্রাহিম বয়াতী নামের আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৬জুলাই) দুপুর ২ টার দিকে উপজেলার বড়কান্দি ইউনিয়নের উত্তর ডুবলদিয়া গ্রামের কাজিরহাট-পদ্মাসেতু সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি মোড়ল উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের মোড়ল কান্দি গ্রামের মানিক মোড়লের ছেলে।
স্থনীয়রা জানান, কাজিরহাট থেকে রনি মোড়ল, মিঠুন ছৈয়াল, ইব্রাহিম বয়াতী মোটরসাইকেল যোগে রুপবাবুর হাট তাদের বাড়ির উদ্দেশে যাচ্ছিল। পথে উত্তর ডুবলদিয়া নামক এলাকায় আসলে অপরদিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি কাঁঠালগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা তিনজন গুরুতর আহত হয়। পরে স্থনীরা আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেতে নিয়ে গেলে চিকিৎসক রনি মোড়লকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুই যুবকের মধ্যে মিঠুন ছৈয়ালের স্বাস্থ্যের অবনতি দেখা দিলে তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয় এবং ইব্রাহিম বয়াতীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়।
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেজের মেডিকেল অফিসার মোঃ সাকিল বলেন, আহতাবস্থয় তিনজন যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে রনি মোড়ল নামের এক যুবক মারা গেছেন। বাকিদের মধ্যে একজনের গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণ করা হয়েছে এবং আরেকজনকে জাজিরা হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
এ ব্যাপারে জাজিরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান খবরপত্রকে বলেন, রনি মোড়ল নামের এক যুবক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। যদি পরিবারের কোনো অভিযোগ না থাকে প্রাথমিক সুরতহাল শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।