নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান :
মিথ্যা মামলায় কারা নির্যাতিত সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এর নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোনার মদনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে মদনের সর্বস্তরের জনগণ।
বুধবার (১৪ আগস্ট) সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী ও মহিলারা মদন পৌরসভার রাজপথ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।
বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য রাখেন, মদন উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি চানগাঁও ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল আলম তালুকদার ও সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম আকন্দ, সাবেক উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবু তাহের আজাদ, ফতেপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা রফিকুল ইসলাম, ফতেপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা সামিউল হায়দার শফি,উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ সেকুল, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সাবেক পৌর বিএনপির সভাপতি সাইদুর রহমান সম্রাট, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক শামসুল আলম লালু, উপজেলা যুবদল বিএনপির সভাপতি গোলাম রাসেল রুবেল, ও অসাধারণ সম্পাদক কবির আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রিপন, পৌর বিএনপি নেতা ও মদন উপজেলা বাংলাদেশ প্রেসক্লাব সাধারণ সম্পাদক আঙ্গুর রহমান ভূঁইয়াসহ অন্যান্য প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচারী খুনী হাসিনা সরকারের রোষানলে পড়ে সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মিথ্যা মামলায় ফরমায়েসী রায়ে দীর্ঘ ১৭ বছর যাবৎ কারাগারের অন্ধকার প্রকোষ্টে মানবেতর জীবন যাপন করছে। তারা বর্তমান অন্তর্বতীকালীন সরকারের কাছে অবিলম্বে দ্রুত লুৎফুজ্জামান বাবর এর নিঃশর্ত মুক্তির দাবী জানায়।