বরিশাল জেলা প্রতিনিধি, মোঃ মেহেদী হাসান :
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা এবং ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় শুক্রবার বিকেলে স্থানীয় বিএনপি’র উদ্যোগে বরিশালের গৌরনদীতে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব এর সভাপত্বিতে শুক্রবার বাদ আছর সরকারী গৌরনদী কলেজ জামে মসজিদে মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন।
বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক মোঃ হান্নান শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান মিন্টু,পৌর বিএনপির সভাপতি মোঃ জাকির শরিফ, সাধারণ সম্পাদক মোঃ ফরিদ মিয়া, সাবেক ভিপি মোঃ জাকির হোসেন রাজা, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ বাবুল দর্জি, উপজেলা যুবদল নেতা মোঃ মিঠু হাওলাদার সহ গৌরনদী উপজেলা, পৌর শাখার নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।