নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৭ই আগষ্ট) আয়েশা নুরুল আলম ফাউন্ডেশনের অর্থায়নে স্মার্ট উদ্যোক্তা ফোরামের তত্ত্বাবধানে ও সহযোগিতা বৈষম্য বিরোধী আন্দোলনে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ হওয়ায় ক্ষুদ্র ই-কমার্স উদ্যােক্তারা চরম ক্ষতিগ্রস্ত হয় ঐসব উদ্যােক্তাদের পাশে সহযোগিতার হাত বাড়ায়।
স্মার্ট উদ্যোক্তা ফোরামের উদ্যোগে ও আয়েশা নুরুল আলম ফাউন্ডেশন এর অর্থায়নে কিছু উদ্যােক্তা আর্থিক সহযোগিতা করার উদ্যোগ গ্রহণ করেন। এতে SEF প্রধান উপদেষ্টা ও ANAF এর চেয়ারম্যান শেখ মনসুর সাহেবের অর্থায়ন SEF এর প্রধান নির্বাহী মুহাম্মদ নজরুল ইসলাম নয়ন এর পরিচালনায় ক্ষতিগ্রস্ত নির্ণয়ে একটি পর্যবেক্ষণ টিম তৈরি করা হয়। পর্যবেক্ষণ টিম পর্যবেক্ষণ করে ক্ষতিগ্রস্তদের নাম চূড়ান্ত করে।
SEF এর প্রধান সমন্বয়ক মিজানুর রহমানের সমন্বয়ে ডিরেক্টর মৌমিতা কুন্ডু ও ডিরেক্টর রিয়াদ আহমেদ জেলা কো-অর্ডিনেটরদের নিয়ে গঠিত ইভেন্ট ম্যানেজমেন্ট টীমকে লিস্ট হস্তান্তর করা হয় লিস্ট অনুযায়ী তাদের নিকট সহযোগিতা প্রেরনের উদ্যােগ গ্রহন করা হয় ।
তার ধারাবাহিকতায় খুলনায় জেলা কো-অর্ডিনেটর খাদিজা খাতুন নেতৃত্বে খুলনা জেলা টিম শিল্পী দাশ নামের ই-কমার্স একজন ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা কে সহায়তা প্রদান করেন। এবং মাগুরা জেলা কো-অর্ডিনেটর ফারজানা আক্তার রুনা নেতৃত্বে মাগুরা জেলা টিম কাজী লিমা নামের ই-কমার্স উদ্যােক্তা কে সহযোগিতা প্রদান করা হয়।