গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ঃবাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক, বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও শিক্ষা অনুরাগী এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু দীর্ঘ সাড়ে ছয় বছর পর ঢাকা থেকে সড়ক পথে নিজ জন্মভূমিতে আসেন।
এ সময় তার সফর সঙ্গী ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সফল সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
এ সময় উজিরপুর- বানারীপাড়ার হাজার হাজার নেতাকর্মীদের ফুলেল শুভেচছা ও ভালোবাসা সিক্ত হন তিনি। দুপুর ১২ টায় ঢাকা বরিশাল মহাসড়কের বামরাইল বাস স্ট্যান্ডে এই নেতা কে উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়, এরপরে বামরাইল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে উপজেলা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলা মহিলা দল, এরপর একে একে শ্রমিকদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়। পরে ইচলাদী বাসস্ট্যান্ডে হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন নিয়ে নেতাকে অভিনন্দন জানান।
দুই নেতা কে বরণ করতে গৌরনদী থেকে রহমতপুর পর্যন্ত প্রায় তিন ঘন্টা যানজট লেগে যায়। এ সময় সেনাবাহিনীর চেষ্টায় যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়।