উজিরপুর : বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের নিত্যনন্দি গ্রামে আগুনে পুড়ে চানবরু (৮০) নামে এক বৃদ্ধার মৃত্রু হয়েছে। আগুনে পুড়েছে তার কাঠের ঘরটিও। রবিবার রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ রফিক এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত চানবরু নিত্যনন্দী গ্রামের মৃত মো. কালু হাওলাদারের স্ত্রী।
নিহতের নাতি আবদুর রহিম হাওলাদার জানান, তার দাদি ওই ঘরে একা থাকতেন। তিনি রবিবার রাতে বসতঘরের মধ্যে কেরোসিনের কুপি জ্বালিয়ে আগুনের তাপে শীত নিবারণের চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি ঘুমিয়ে পড়লে তার কাঠ ও টিনের ঘরে কুপির আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। বৃদ্ধার ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে আগুন নিভিয়ে চানবরুকে দ্বগ্ধ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে নিয়ে যায়। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তার দাদিকে মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে ওই রাতেই স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ রফিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান নিত্যনন্দি গ্রামে আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।