মোঃ আল-আমিন (বাপ্পি ), উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:- বরিশালের উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী ওটরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হয়।
সবার সম্মতিতে প্রাথমিকভাবে ২৩ মার্চ ২০২৪ একটি কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে জনাব মোঃ দুলাল হোসেনকে (সভাপতি )করে , জনাব মোঃ জিয়াউল হাসান মৃনাল , জনাব মোঃ হুমায়ুন কবির ,(সহ-সভাপতি), ও জনাব মোঃ রফিকুল ইসলাম রিপন (সাধারণ সম্পাদক), এবং জনাব মোঃ মনিরুল ইসলাম (মঞ্জু) কে (সাংগঠনিক সম্পাদক) ঘোষণা করা হয় ।
তারই ধারাবাহিকতায় ৩০ আগষ্ট ২০২৪ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটিতে জনাব মোঃ হেমায়েত উদ্দিনকে (বিশেষ উপদেষ্টা) করে মোট ২৪ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেন। শতাধিক শিক্ষার্থীদের সকলের সমন্বয়ে ১৮ টি দপ্তর গঠন করে একটি কার্য নির্বাহী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির উপদেষ্টা পরিষদের এবং কার্য নির্বাহী পূর্ণাঙ্গ কমিটির মূল উদ্দেশ্য হচ্ছে ঐতিহ্যবাহী ওটরা মাধ্যমিক বিদ্যালয়কে এটি একটি অরাজনৈতিক, সেবামূলক, পারস্পরিক সহযোগিতা মূলক প্রতিষ্ঠান হিসেবে এবং প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে সুনিবিড় সম্পর্ক স্থাপন করতে হবে। লেখা-পড়ার মান উন্নয়ন সহ এর কার্যক্রম অব্যাহত থাকবে এবং আগামীতে আরো বৃদ্ধি পাবে।