হাবিবুর রহমান, নেত্রকোনা প্রতিনিধি :
বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার দ্বি-বার্ষিক নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক জাকির হোসেন তালুকদার উজ্জল এর সঞ্চালনায় রোজ বুধবার ২৪ জানুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটে মদন উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মোঃ হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক আঙ্গুর রহমান ভূঁইয়াকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার প্রধান উপদেষ্টা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া, উপজেলা আওয়ামী লীগ( সভাপতি) বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি সদ্যপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, তিয়শ্রি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মাস্টার, গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার সফি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমরান হাবিব, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার কামাল, পল্লী চিকিৎসক দেলোয়ার হোসেন চৌধুরী জুরি মিয়া, মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, বাগজান কুটুরিকোনা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, বাংলাদেশ প্রেসক্লার নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন তালুকদার, দপ্তর সম্পাদক শামসুদ্দোহা ফরিদ, সাংগঠনিক সম্পাদক তানজিলা আক্তার রুবি, বাংলাদেশ প্রেসক্লাব এর সম্মানিত সদস্য, হৃদয় রায়, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সহ-সভাপতি এ এম শফিক, সাবেক সভাপতি সাংবাদিক আলী আজগর পনির, সাংবাদিক শফিউল আলম রানা, সাংবাদিক তানভীর আহমেদ, সাংবাদিক মনির হোসেন, কবি সাংবাদিক হান্নান শাহ, উপজেলা ছাত্রলীগের আহবায় টিপু ইসলাম সোহাগ, মদন উপজেলা অবসরপ্রাপ্ত সেনা সমিতি রাস ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আব্দুল আউয়াল, কবি সারোয়ার জাহান আরেফিন, কবি মুখলেছ উদ্দিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুধীজন।
জানা যায়, গত ৩০ ডিসেম্বর ২০২৩ বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সদস্যদের ভোটে মাধ্যমে( সভাপতি) দৈনিক সকালের সময় উপজেলা প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক দৈনিক বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আঙ্গুর রহমান ভূঁইয়া নির্বাচিত হয়।