1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন কালিয়াকৈরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে চোরের মৃত্যু আনোয়ারায় বিজয় র‍্যালি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আশুলিয়ায় তিতাস গ্যাসের অভিযান, ৭ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ ও বকেয়া বিলের দায়ে একাধিক বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন আশুলিয়ায় সন্ত্রাস বিরোধী আইনে যুবকের বিরুদ্ধে মামলা, আদালতে প্রেরণ হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে শ্যামবাজারে ব্যবসায়ীকে হত্যা: রিমান্ড শেষে নয়ন কারাগারে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ মহান বিজয় দিবসে জাতীয়তাবাদী বিপ্লবী দলের শ্রদ্ধাঞ্জলি

ইনসেপটার নির্মাণাধীন ভবন থেকে ক্রেনসহ পড়ে শ্রমিক নিহত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৮৭ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস নামে একটি ওষুধ কারখানার নির্মাণাধীন ছয়তলা ভবনের চারতলা থেকে ক্রেনসহ ছিড়ে পড়ে মো. সিরাজুল ইসলাম (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ মার্চ) বিকেল চারটার দিকে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় প্রতিষ্ঠানটির কেমিক্যাল ডিভিশনের একটি ভবনে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নিহত মো. সিরাজুল ইসলাম প্রতিষ্ঠানটির নির্মাণাধীন ভবনে ক্রেন অপারেটরের কাজ করতেন।নিহতের সহকর্মীরা জানান, নির্মাণাধীন ভবনটিতে নির্মাণ সামগ্রী তোলার ক্রেনের অপারেটরের ছিলেন তিনি।

সোমবার বিকেল পাঁচটার দিকে ক্রেনের বাল্কে করে বালু উত্তোলনের সময় ক্রেনটির তার ছিঁড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে নিয়ে হাসপাতালে নিয়ে যান তার সহকর্মীরা। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে মরদেহ হাসপাতালে নেওয়ার পরপরই দুর্ঘটনার জায়গাটি ধুয়ে ফেলা হয় বলে জানান শ্রমিকরা।

তারা বলেন, অতিরিক্ত বালু উত্তোলন করায় ক্রেনের তার ছিঁড়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।মানিকগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডিউটি চিকিৎসক ডা. আনোয়ার হোসেন বলেন,সন্ধ্যা ছয়টায় মৃত অবস্থায় তাকে গ্রহণ করা হয়। তাকে যারা নিয়ে এসেছিলেন, তারা জানিয়েছেন পড়ে মৃত্যু হয়েছে।ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তা ফাইজুর রশিদ বলেন,সে সেফটি বেল্ট পরিহিত ছিল না।

এ কারণে পড়ে হয়তো দুর্ঘটনা ঘটতে পারে। তবে কোনো গাফিলতির বিষয় অস্বীকার করেন তিনি। ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) পাভেল মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ওই শ্রমিকের ভাইও এখানে কাজ করে। মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

আলামত মুছে ফেলা হয়েছে কি-না প্রশ্নে তিনি বলেন, বালুর কাজ হয়েছে। পুরোটা ধুয়েছে দেখেছি।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, ইনসেপটায় প্রায় ২০ বছর ধরে কাজ করছিল সে। মরদেহ মানিকগঞ্জে নিয়ে গেছিল। ওরা নিজেরা আলাপ করে মরদেহ নিয়ে গেছে।

মামলা করবে না বলেছে। এখানে ও মানিকগঞ্জে লিখিত দিয়েছে। একটা অপমৃত্যু মামলা হয়েছে।ঢাকা উত্তর বিভাগ এসপি (ক্রাইম অ্যান্ড অপস্ ও ট্রাফিক) আব্দুল্লাহিল কাফি বলেন, বিষয়টি আমার জানা নেই, ওসি সাহেবকে বলবো জেনে জানাতে ও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD