তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের লালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্থানীয় স্বেচ্ছাসেবামূলক ‘ইচ্ছে পূরণ রক্ত দান সংগঠন-এর উদ্যোগে এবং গৌরীপুর ইউনিটি হসপিটাল এণ্ড ট্রমা সেন্টারের সহযোগিতায় তিতাস উপজেলার লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সকাল হতে বিকেল পর্যন্ত বিদ্যালয়ের প্রায় ৫ শত শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করে সংগঠনের সদস্যরা।এসময় কর্মসূচীর উদ্বোধন ও রক্তদান এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে উৎসাহ প্রদান করার লক্ষ্যে বিশেষ আলোচনা সভায় সভাপতিত্ব করেন, লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহমেদ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, কবি, কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান।বিশেষ অতিথি ছিলেন, লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হুসাইন সরকার বাবু,সিনিয়র শিক্ষক আবু ইউসুফ ও তিতাস হিলফুল ফুজুল সংগঠনের প্রতিষ্ঠাতা মো. ইব্রাহিম খলিল।উপস্থাপনায় ছিলেন, তারুণ্যের আলো সংগঠনের প্রতিষ্ঠাতা বশির আহাম্মেদ।
এসময় রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীতে সংগঠনের পক্ষে কাজ করেন, মো.সাকিব, মুন্না ভূঁইয়া, শাওন মুন্সি, আবু সাঈদ, হুজাইফা সিয়াম, তাহসিন হাসান সাফি, ওমর মুন্সি, ফরহাদ, আজমান হাসান, ইব্রাহিম মুন্সি, সাব্বির আদনান, মীয়াদ, সামির, রাকিব, ইয়াছিন প্রমূখ।
সমবেত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,’ রক্তের গ্রুপ যেমন আমাদের প্রত্যেকের জানা জরুরি, তেমনি স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করাও জরুরি’। তিনি আরও বলেন,’ এধরণের সাংগঠনিক কর্মকাণ্ডে যারা জড়িত থাকে তারা কখনও খারাপ কাজ করতে পারেন না। কেন না, তারা সমাজের মডেল ও কল্যাণকামী তথা মানবতাবাদী হয়। তাছাড়া সৃষ্টিকর্তার সন্তুষ্টির লক্ষেই মৃত্যু আগ পর্যন্ত প্রকৃত স্বেচ্ছাসেবীরা কাজ করে যায়’।