তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলার উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে গতকাল রবিবার বিকেলে স্কুল মাঠে ক্রীড়া,সাংস্কৃতিক ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি ছিলেন উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস এম সির সাবেক সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন ভূইয়া।
উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কামাল হোসেনের সভাপতিত্বে এবং মো. ইকবাল হোসেন সেন্টারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বলরামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ও বিশিষ্ট সমাজসেবক মো. মনিরুজ্জামান ভূইয়া, বিশিষ্ট সমাজসেবক লায়ন শেখ ফরিদ উদ্দিন প্রমুখ।