নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার আশুলিয়ার আউকপাড়া এলাকায় স্টিল ফ্যাক্টরিতে কর্মরত আল-আমিন (৪২) নামক এক শ্রমিককে বাসা থেকে অপহরন করে নির্জন স্থানে নিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে আশুলিয়া থানা যুবলীগের শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম হোসেন ও মিল্কভিটা শ্রমিক লীগের সভাপতি আইয়ুবআলী শিকদার এবং তার সন্ত্রাসী বাহিনী। এ ঘটনায় খবর পেয়ে পুলিশ আল-আমিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
শনিবার (১৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে, আশুলিয়ার আউকপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তবে সাদ্দাম ও তার বাহিনীর কাউকে পুলিশ গ্রেফতার করতে না পাড়ায় এলাকাবাসী ব্যাপকভাবে আতঙ্কে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, সন্ত্রাসী সাদ্দাম ও তার বাহিনী প্রতিনিয়ত কিশোর গ্যাং দিয়ে এলাকায় তান্ডব চালাচ্ছে। এছাড়াও আইয়ুব আলী সিকদার ও তার সহযোগী যুবলীগ নেতা শুটার সাদ্দাম জুলাই-আগষ্টের গন অভ্যুখানের পুর্বে সক্রিয় ভাবে জড়িত থেকে ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের সকল নির্দেশনা পালন করেছে। কখনো ঢাকা-১৯ আসনের সাবেক এমপি মুরাদ জংয়ের সাথে কখনো সাবেক এমপি ডা: এনামুর রহমানের সাথে আবার কখনো সাবেক এমপি সাইফুল ইসলামের সাথে থেকে ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের গত ১৭ বছরে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন ভাবে হয়রানী, নির্যাতন ও বাড়িঘর ছাড়া করে সুবিধা ভোগ করেছে। তাদের বিরুদ্ধে একাধিক ছাত্র হত্যা মামলা থাকার পরও এলাকায় ডাকাতি সহ বিভিন্ন ঝামেলা করছে। প্রতিদিন এসব ঘটনা করার পরও পুশি তাকে গ্রেফতার করছেনা।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ভুক্তভোগী আল-আমিনকে তাৎক্ষনিক উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে।