1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : Masum Sarder : Masum Sarder
  3. niloy@ajkerpratidin.com : Niloy :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির নির্বাচন সভাপতি পদে মনিরুজ্জামান মিয়া, প্রবাসীদের জন্য একটি নির্ভরতার নাম নিউইয়র্কে প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির নির্বাচন : সভাপতি পদে মনিরুজ্জামান মিয়া ধামরাই সেলফি পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত কয়রায় জাহিদুল হত্যা মামলা ভিন্ন দিকে নিতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত সদ্য যোগদান কৃত গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিশ্রুতি সাভার-আশুলিয়ায় তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে লোডশেডিং, অতিষ্ঠ মানুষ বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান ধামরাই রেডিসন গার্মেন্টসের জিএম এর অপসারণের দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকরা গৌরনদীতে নবাগত নির্বাহী অফিসারকে জিয়াউর রহমান সমাজ কল্যান পরিষদের ফুলেল শুভেচ্ছা ফুলবাড়ীতে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

প্রথমবারের মতো মিষ্টি ভুট্টা চাষ করে সোহেলের অবিশ্বাস্য চমক

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাত্র ১০ শতাংশ জমিতে নতুন জাতের উচ্চ ফলনশীল মিষ্টি ভুট্টা বা সুইট কর্ন চাষ করে চমক দেখিয়েছেন পৌর শহরের ভান্ডারা এলাকার কৃষক সোহেল রানা।

রোববার (২৩ মার্চ) সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় স্পেন বাংলাদেশ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিঃ কোম্পানির তত্ত্বাবধানে পরীক্ষামূলকভাবে কৃষক সোহেল রানা ১০ শতাংশ জমিতে মিষ্টি ভুট্টা চাষ করেন। ইতিমধ্যে তিনি মোচা সংগ্রহ করেছেন এবং আশানুরূপ ভাল ফলনও পেয়েছেন। সোহেল রানা বলেন, প্রথমবারের মতো ১০শতাংশ জমিতে মিষ্টি ভুট্টা চাষ করে ফলন পেয়েছি ৩০ মন। ৪৮০ টাকা মন হিসাবে ৩০ মন বিক্রি করে ১৪ হাজার ৪ শত টাকা পেয়েছি। মিষ্টি ভূট্টা চাষাবাদে সকল খরচ স্পেন বাংলাদেশ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানি বহন করেছে। আমার শুধু নিড়ানি ও পানি দেওয়া এবং মোচা তোলা বাবদ আড়াই হাজার টাকার মতো খরচ হয়েছে। মাত্র ৯০ দিনের মধ্যে এ ভুট্টার মোচা সংগ্রহ করা যায়। কোম্পানির প্রতিনিধিরা সরাসরি জমি থেকে কাঁচা মোচা খোসাসহ ১২ টাকা কেজি দরে ক্রয় করেন। ফলে বিক্রয়ের কোন ঝামেলা নেই। এর চাহিদাও রয়েছে অনেক।

স্বল্প সময়ে মিষ্টি ভুট্টা চাষে আমি অবিশ্বাস্য লাভবান হয়েছি। আগামিতে ৫০ শতক জমিতে চাষ করবো। ওই এলাকার কৃষক জাহাঙ্গীর আলম বলেন, আমরা এই ভূট্টার চাষ আগে কখনও দেখিনি।স্বল্প সময়ে এত ভাল ফলন ও তুলনামূলক দামও বেশি হওয়ায় আগামি বছর আমিও মিষ্টি ভুট্টার চাষ করবো। আরেক প্রতিবেশি কৃষক আব্দুল খালেক বলেন, এই ভুট্টা কাঁচা অবস্থায় খোসাসহ বিক্রি হচ্ছে। এতে ওজন বেশি পাওয়া যায়। প্রতিটি গাছে দুই থেকে তিনটা মোচা ধরে। ভুট্টার ফসল আগাম সংগ্রহ করা যায় । আগামি বছর আমিও ২০ শতাংশ জমিতে এই ভুট্টা চাষ করবো। স্পেন বাংলাদেশ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড মাল্টিন্যাশনাল এক্সপোর্ট কোম্পানির ফিল্ড অফিসার মির্জা আসাদুজ্জামান জানান, সুইট কর্ন আবাদে অন্য জাতের ভুট্টা তুলনায় অর্ধেক সময় লাগে।

তাছাড়া আমরা সরাসরি কৃষকের জমি থেকে ভুট্টার সবুজ মোচা ১২ টাকা কেজি দরে ক্রয় করি। এতে কৃষকের বিক্রির ঝামেলা থাকেনা। এটি আমরা প্রক্রিয়াজাত করে স্পেন, চায়না, আমেরিকাসহ বিভিন্ন দেশে রপ্তানি করি। কৃষক যদি ভালভাবে পরিচর্যা করে তবে এই ভুট্টা প্রতি বিঘা জমিতে ১১৫ থেকে ১২০ মন উৎপাদন করা সম্ভব। এছাড়াও এটি লাভজনক ও পুষ্টিগুণ সমৃদ্ধ। রাসায়নিক উপাদান হিসেবে প্রতি ১০০ গ্রাম মিষ্টি ভুট্টায় পানি ৭৫.৯৬ গ্রাম, কার্বোহাইড্রেট ১৯.০২ গ্রাম, সুগার ৩.২ গ্রাম, আঁশ ২.৭ গ্রাম, চর্বি ১.১৮ গ্রাম, আমিষ ৩.২ গ্রাম, ভিটামিন-সি ৬.৮ মিলিগ্রাম এবং ভাইটামিন-এ, বি-১, বি-৩ বিদ্যমান থাকে। মিষ্টি ভুট্টায় প্রচুর আয়রন, পটাসিয়াম, ম্যাংগানিজ প্রভৃতি খনিজ উপাদান থাকে। সুইট কর্ন নানাভাবে খাওয়া যায়। কেউ সিদ্ধ করে খায়, কেউ পুড়িয়ে খায়। কেউ কেউ এর স্যুপ পান করতে পছন্দ করেন।

যখন এটি শুকিয়ে যায়, লোকেরা এটি থেকে পপকর্ন তৈরি করে। রবি ও খরিফ উভয় মৌসুমেই মিষ্টি ভুট্টা চাষ করা যায়। এবং খুব আল্প দিনের মধ্যে এ ভুট্টা তোলা যায়। রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সহীদুল ইসলাম বলেন,এই প্রথম স্পেন বাংলাদেশ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির পক্ষ থেকে পৌর শহরের ভান্ডারা এলাকায় সুইট কর্ন বা মিষ্টি ভুট্টার একটি প্রদর্শনী দেয়া হয়েছিল। সুইট কর্ন একটি উচ্চ মূল্যের গুণগত মান সম্পন্ন ভুট্টার জাত। এটির ফলনও অনেক বেশি। সুইট কর্ন আবাদ বৃদ্ধি করলে লাভবান হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশে সহজে রপ্তানি করা যায়। এটির মধ্যে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। কাঁচা অবস্থায় এই ভুট্টা সংগ্রহের ফলে ভুট্টা গাছটিকে সাইলেজ করে গো-খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। এবং কৃষক পরবর্তীতে ওই জমিতে ধানসহ অন্য ফসল আবাদ করতে পারবেন। সোহেল রানার মিষ্টি ভুট্টা চাষ দেখে অনেকে এটি চাষে আগ্রহ দেখাচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD