কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
আগামী ১২ ফেব্রুয়ারী ২০২৪ খ্রিঃ সোমবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪ তম জাতীয় সমাবেশ উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আয়োজিত আনুষ্ঠানিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে ।
অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মাতি জ্ঞাপন করেছেন। এ উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমী প্রাঙ্গণে ব্যাপক কর্মসূচি ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমীতে সূত্রে জানাযায়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪ তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমীতে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারী ২০২৪ খ্রিঃ সোমবার ৪৪ তম জাতীয় সমাবেশে অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে – অতিথিবৃন্দের আগমন ও আসন গ্রহণ, মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ও অভিবাদন গ্রহণ, আনুষ্ঠানিক কুচকাওয়াজ, পদক বিতরণ, মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ, সংঘবদ্ধ মার্চ ও কুচকাওয়াজের সমাপ্তি, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বিভিন্ন প্রকল্প উদ্বোধন, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৪৪তম সমাবেশের কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
গাজীপুর জেলা প্রশাসন সূত্রে জানাযায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আগমন উপলক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারী সোমবার নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করনে একাডেমী সংশ্লিষ্ট এলাকার বেশকিছু কারখানা বন্ধ রাখার জন্য কারখানার কর্তৃপক্ষের নিকট বার্তা প্রেরণ করেছেন।