
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের সামনে উপস্থাপন উপলক্ষে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ–পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবং ঢাকা–১৯ (সাভার–আশুলিয়া) আসনের নেতা ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
সভায় প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাভার পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু।
বিশেষ বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন—আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আঃ গফুর মিয়া, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি মোঃ আঃ বাছেদ দেওয়ান, মোঃ আঃ সোবহান, মোঃ শেফায়েত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাশেম।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহী, আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জসীম উদ্দিন মণ্ডল, ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান, ঢাকা জেলা তাঁতী দলের সভাপতি মোঃ জাকির হোসেন, ঢাকা জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ইশরাত জাহান মিনি, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ রকিব দেওয়ান রকি, ঢাকা জেলা কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট আবু হানিফ মিয়া, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান মোহন, যুগ্ম আহ্বায়ক মোঃ বদরুল আলম সুমন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোঃ তমিজ উদ্দিন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো: নাজমুল হোসেন মোল্লা, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের নেতা আমান হোসেন শেখ ভুট্টো, নুর আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী।
সভায় সভাপতিত্ব করেন আবু বক্কর বাক্কা, সভাপতি, ৮নং ওয়ার্ড বিএনপি, ধামসোনা ইউনিয়ন।
সঞ্চালনা করেন ডাঃ আসাদ উল্লাহ আহমেদ দুলাল, সাধারণ সম্পাদক, ধামসোনা ইউনিয়ন বিএনপি।
বক্তারা বলেন— তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জাতির মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার রূপরেখা। এ দফাগুলো বাস্তবায়িত হলে দেশে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
বক্তারা তৃণমূল বিএনপি নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানান।