
জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল কয়রা উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) বিকেলে আসরের নামাজের পর কয়রা উপজেলা বিএনপির নির্বাচনী কার্যালয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলের সর্বস্তরের নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের প্রিয় নেত্রীর জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা জানান।
কয়রা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এফএম মনিরুজ্জামান-এর প্রাণবন্ত সভাপতিত্বে এই দোয়া মাহফিলে এক ভিন্নধর্মী ঐক্যের সুর পরিলক্ষিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আমিন বাবুল। তিনি তার বক্তব্যে বলেন, “গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া আজ অসুস্থ। তার আরোগ্য কেবল তার পরিবারের জন্য নয়, সমগ্র দেশবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সুস্থতা আমাদের জন্য প্রেরণা, আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের শক্তি।” তিনি এই মাহফিলের মাধ্যমে কর্মীদের মাঝে নতুন করে উদ্দীপনা জাগানোর আহ্বান জানান।
এছাড়া, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কয়রা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান এবং এফএম মহরম হোসেন। তারা উভয়েই নেত্রীর সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এবং সকল ভেদাভেদ ভুলে দলীয় পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। দোয়া ও মিলাদ মাহফিলে দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তাদের
উপস্থিতি দিয়ে অনুষ্ঠানের গুরুত্ব বাড়িয়ে তোলেন। বক্তৃতা করেন: বিএনপি নেতৃবৃন্দ: শেখ সালাউদ্দিন লিটন, অধ্যাপক আবুল কালাম আজাদ, মনজুর মোরশেদ, আবুল বাসার ডাবলু, কামরুল ইসলাম খান, ইউপি সদস্য আবুল কালাম, শেখ সোহরাব হোসেন, ইয়াকুব আলী মোল্যা, বুলবুল আহমেদ, এবং ঢালী রবিউল ইসলাম।অঙ্গ ও সহযোগী সংগঠন: যুবদল: সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহাছানুর রহমান, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান। স্বেচ্ছাসেবক দল: আহ্বায়ক ইউপি সদস্য নুরুল ইসলাম খোকা, সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক রবিউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ঢালী নজরুল ইসলাম, এফএম মোশারফ হোসেন। শ্রমিক দল: সভাপতি আকবার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সহ সভাপতি আজিজুর রহমান। অন্যান্য: জাসাস সভাপতি জামাল ফারুক জাফরিন, সাধারণ সম্পাদক ডাক্তার আমিনুর রহমান, তাঁতীদল সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কপোতাক্ষ কলেজ ছাত্রদলের সভাপতি মামুন হুসাইন এবং ছাত্রদলনেতা মেহেদী হাসান সবুজ প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশের চলমান সংকট নিরসনের জন্য এক আবেগঘন বিশেষ দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদের। মোনাজাতে নেত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে বিনম্র প্রার্থনা জানানো হয়। নেতাকর্মীদের চোখে-মুখে ছিল নেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা এবং তার আরোগ্যের দৃঢ় প্রত্যাশা।