
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন ও শিক্ষক মন্ডলীদের সাথে বৃহস্পতিবার সকালে মতবিনিময় করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম।

এসময় উপস্থিত ছিলেন গৌরনদী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এর অধ্যক্ষ ডাঃ কে এম সাঈদ মাহমুদ, গৌরনদী ঐতিহ্যবাহী প্রেস ক্লাবের আহবায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক আবদুছ ছালেক মামুন, গৌরনদী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডাঃ মনীষ চন্দ্র বিশ্বাস, ডাঃ নুরুল আনোয়ার এনায়েত, ডাঃ হাফিজুর রহমান রিয়াদ, ডাঃ জনার্দন চ্যাটার্জি,ডাঃ সুরেশ ঢালী, ডাঃ শাহনাজ রুবি, ডাঃ রাহাত আলম, ডাঃ আর্থিকা গাঙ্গুলী প্রমূখ।