
আরমান হোসাইন, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারী নদী বন্দরে বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজিবপুরগামী একটি যাত্রীবাহী নৌকায় তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা না গেলেও তারা দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে থেকেই চিলমারী নদী বন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়। এরপর রাজিবপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি নৌকায় সন্দেহ হলে অভিযান চালানো হয়। নৌকার পেছনের অংশে লুকানো দুটি বস্তা থেকে মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বস্তাগুলো কাপড় ও চালের বস্তার নিচে লুকিয়ে রাখা হয়েছিল।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, “আমরা আগে থেকেই তথ্য পেয়েছিলাম একটি চক্র চিলমারী নদী বন্দরকে ব্যবহার করে নিয়মিত মাদক পাচার করে। আজকের অভিযানে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এবং তিনজনকে আটক করা হয়েছে। নৌকাটিও জব্দ করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পিছনে বড় কোনো চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চিলমারী-রাজিবপুর নদীপথকে ব্যবহার করে একটি সংগঠিত চক্র মাদক পরিবহন করে আসছে। রাতের অন্ধকারে নৌকায় করে রাজিবপুর, রৌমারীসহ সীমান্তঘেঁষা বিভিন্ন এলাকায় মাদক পাচারের কার্যক্রম চলে। বহুবার অভিযান হলেও বড় নেটওয়ার্কটি এখনও পুরোপুরি ধরা পড়েনি।
চিলমারী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির নেতারা জানান, নদী পথে মাদক পাচার ঠেকাতে নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো প্রয়োজন। প্রশাসনও বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানান তারা।
আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে চিলমারী নদী বন্দরে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।